
নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবি সদস্যের কবর জিয়ারত করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে হাবিবের বাইগুনি গ্রামের নিহত বিজিবি সদস্য রুবেলের কবর জিয়ারত করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। পরে তিনি নিহত বিজিবি সদস্য রুবেল মন্ডলের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের সান্ত¡নাসহ তাঁর পিতা এবং স্ত্রীর হাতে আর্থিক সহয়তার দু’টি চেক তুলে দেন। নায়েক রুবেলের মৃত্যুতে পুরো বিজিবি শোকাহত ও মর্মাহত। ইউনিফর্মে কর্তব্যরত অবস্থায় মৃত্যু যে কোনো সৈনিকের জন্য গর্বের বিষয়। এমন সৌভাগ্য সবার হয় না। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমার সৈনিক নিহত হয়েছে, তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। সরকারি সহায়তার পাশাপাশি বিজিবি রুবেলের পরিবারের সুখে-দুখে সবসময় পাশে থাকবো বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিজিপির চাকরি মানে দেশসেবা। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের শপথ নিয়েই আমরা এ বাহিনীতে যোগ দিয়েছি। নায়েক রুবেলের এই আত্মত্যাগ এই বাহিনীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।
এসময় নিহত রুবেলের পিতা-মাতা, স্ত্রী-সন্তান, বোন ও চাচা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজ দেওায়ানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।