উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
নড়াইলের সালামাবাদ ইউনিয়নের মহম্মদপুর মাদ্রাসার সামনে এক ভবঘুরে পথিক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার এসড়ক দুঘটনা ঘটে । মোটর সাইকেল চালক পালিয়ে গেছে। জানা যায়, নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ রাস্তার মহম্মদপুর মাদ্রসার নামকস্থান দিয়ে বাগেরহাট জেলার কচুয়া থানার জুবাই গ্রামের মো.সুলতান খাঁ (৬৫) হাটছিলেন এ সময় চলন্ত কালিয়াগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। নড়াইলের কালিয়া থানার ওসি (তদন্ত) মো.ইকরামুল হক, নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শুক্রবার এসড়ক দুঘটনা ‘বাগেরহাটে তারবার্তা পাঠানো হয়েছিল । ওই ঠিকানা থেকে ২০-২৫ বছর আগে চলে এসেছে। বর্তমান কোথায় থাকে কেউ বলতে পারেনা।তার কোন ওয়ারেশ না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে কালিয়া থানা পুলিশ শনিবার বিকালে তার দাফন কাজ সম্পন্ন করে।’