গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবদত্তর নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিপুর গ্রামের বাসিন্দা পলাশবাড়ী পৌরশহরের সাবেক বিশিষ্ট খাদ্য ব্যবসায়ি আবুল কালাম আজাদ (৬২) আর নেই।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৪টার দিকে তিনি তাঁর মহিপুর গ্রামে নিজবাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলা এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ি, বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্তরের চেনা-পরিচিতজন গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।