সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির ভালুকা কার্যালয়ে এক সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ দ্বিতীয় বারের মতো সভাপতি ও তরুণ ব্যবসায়ী মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব এড. আশরাফুল ইসলাম রতন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য ডা: এম আমানুল্লাহ্। পুনরায় নুরুন্নবী আকন্দ সভাপতি ও আশরাফুল ইসলাম রতন নব গঠিত কমিটিতে পরিচালক নির্বাচিত হওয়ায় শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিক ও মাওনা চৌরাস্তার ব্যবসায়ীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।