৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে বই পড়া ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত




পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে বই পড়া ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০১৮, ১৮:২৫ | 699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আর কে আকাশ, বাংলার মুখ:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে সরকারি এডওয়ার্ড কলেজে বই পড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ টায় কলেজের শহীদ আব্দুস ছাত্তার মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা জানতে চায়, শিখতে চায়। তাদের জানার কৌতূহল মেটাতে মূলত এ আয়োজন। আমরা পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ ঘটিয়ে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর শহিদ মো. ইব্রাহীম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ‘শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তির বিকাশ, মানুষ ও দেশ সম্পর্কে জানার জন্য বইপড়া কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বইপড়া ও আবৃত্তি প্রতিযোগিতা কর্মসূচীর আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহজাহান জানান, বইপড়া প্রতিযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্ধারণ করা হয়। আমরা এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ.কে.এম. শওকত আলী খান। বিচারকের দায়িত্ব পালন করেন, সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদ আলম, নূর-ই-আলম, প্রভাষক মো. সোহাগ হোসেন, রাজু আহমদ, সোনিয়া পারভীন, শেখ মোহাম্মদ হাসান তারেক, মো. সুলভ হোসেন।
বইপড়া কর্মসূচী অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ওপর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয় এবং উচ্চ মাধ্যমিক গ্রুপে ‘কোন এক মাকে’ এবং ¯œাতক ও ¯œাতকত্তোর গ্রুপে ‘বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা’র ওপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET