আর কে আকাশ, বাংলার মুখ:
মঙ্গলবার বেলা ১২টায় পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যালয়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে সভায় পাবনা জেলার বিড়ি শিল্পের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির সভাপতি হলেন মো. শাহাদত হোসেন, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা শেখ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, অর্থ সম্পাদক আশরাফ আলী, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, প্রচার সম্পাদক রফিক শেখ, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, শাহ্ মো. নাজমুল আলম শাহিন, মামুন শেখ, আতাউর রহমান।