
সিরাজগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের সিরাজগঞ্জ সদর উপজেলার ৭ নং মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর ফলাফল পরির্বতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৬ জানুয়ারী বৃহস্পাতিবার সিরাজগঞ্জ রিটানিং অফিসার বরাবর লিখিত একটি অভিযোগ দাখিল করেন স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগে উল্লেখ করেন ৮ নং তেঘরী সররকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সর্ব শেষ ফলাফল, প্রিজাইডিং অফিসার এশারত আলী সহ সকল সহকারি প্রিজাডিং অফিসার এবং পলিংএজেন্টদের উপস্থিতিতে মোট ভোট গ্রহনের সংখ্যা ১৭৮০ উল্লেখ করেন। এতে হাতপাখা প্রতীক ৫৯, নৌকা প্রতীক ১৮৫, মটরসাইকেল প্রতীক ১০৩২, আনারস প্রতীক ৬৯, চশমা প্রতীক ৪২৯, এবং বাতিল কৃত ভোটের সংখ্যা ৬ টি একটি ফলাফল সিট কেন্দ্রের প্রার্থীর এজেন্ডদের কাছে হস্তান্তর করেন। ফলাফল প্রস্তুত শেষে কেন্দ্রে উন্মুক্ত স্থানে ফলাফল টাঙ্গানো কথা থাকলেও প্রিজাইডিং অফিসার পরিকল্পিতভাবে ফলাফল না টাঙ্গিয়ে সীলগালীহীন ব্যালট প্যাপেপারে বস্তা সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচনী কার্যালয়ে প্রায় ৩ ঘন্টা অহেতুক কালবিলম্ব করে উপস্থিত হন। দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা বিলম্বে উপস্থিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেনি। এছাড়াও একাধিক ভোটারগণ অভিযোগ করেন ভোটকেন্দ্রে থেকে যথাসময়ে উপজেলার উদ্দেশ্যে রওনা হলেও পথের মধ্যে ৩ ঘন্টা ফলাফল পরির্বতনের জন্য অত্মগোপনে থাকেন। এবং রাত ২:৩০ মিনেট পুনরায় ফলাফল সীট পরির্বতন করে দায়িত্ব প্রাপ্ত কর্মকতার কাছে হস্তান্তর করেন। যেখানে মোট ভোট গ্রহন ২২৮০ দেখানো হয়। এই সীটে নৌকা প্রতীক ৭৭৪ চশমা ৪২৯ আনারস ০৯, হাত পাখা ৩০ মোটরসাইকেল ১০৩২ এবং ৬ টি ভোট বাতিল দেখানো হয়। জাহাঙ্গীর আলম চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আরো অভিযোগ করে জানান। আমার নিশ্চিত বিজয়কে পরিকল্পিতভাবে ছিনিয়ে নেওয়ার জন্য ফলাফলের সীট পরিবর্তন করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে রিটার্নিং অফিসার আজিজার রহমান বিকাল ৪ টায় ৮ নং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল সীট দুই রকমের হওয়ায় ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশনার কে অভিহিত করেছেন। নির্বাচন কমিশন পরবর্তীকালে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা জানানো হবে। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার এশারত আলী সাথে মোবাইলে ০১৭১৪৭৫০০২৮ একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের দাবি তেঘরী ভোট কেন্দ্রে ঘোষিত ১৭৮০ ভোটের ফলাফল বহাল রাখার জন্য নির্বাচন কমিশনারের সুদৃষ্টি কামনা করেন।