বাগেরহাট জেলা সদরের ফতেপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে শেখ এনতাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (মোড়েলগঞ্জ শরণখোলা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শিক্ষানুরাগী শরীফ মোস্তফাজামান লিটু। মতবিনিময় সভায় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, পুকুর রাস্তা ওয়াল নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা নাসরিন, এস এম আলমগীর হোসেন, বাবুল মিনা, দেলোয়ার হোসেন, মতিয়ার রহমান, রেক্সোনা বেগম, এসএম নজরুল ইসলাম, শাহজাহান মিনা, এস এম কামরুজ্জামান সুজন, মাসুদ হোসেন মিনা, মারুফা আক্তার, আবুল কালাম মিনা, লোকমান শেখ, আবুল হাসনাত, শেখর চন্দ্র, আবু সাইদ লস্কর দিদারসহ ফতেপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us: