
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাঁজায় নিষ্টুর হামলার প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে আটলিয়া ইউনিয়ন হেফাজতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদের সভাপতিত্বে এবং মুফতি মোঃ আব্দুল্লাহ ও মাওঃ মোস্তফা কামাল হাবিবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ ইয়াহহিয়া।
বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওঃ মুশতাক আহমেদ, সহ সভাপতি মাওঃ আব্দুর রহমান, সেক্রেটারী মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুখতার হুসাইন, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, মুফতি ইউসুফ আজাদী, মুফতি আসাদুজ্জামান, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, মাওঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, জামায়াত নেতা মাওঃ মতিউর রহমান, চুকনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, হাফেজ মাওঃ সাইফ্ল্লুাহ, হাফেজ মাওঃ নুরুল্লাহ, হাফেজ ইউসুফ আলী, মুফতি লোকমান হুসাইন, মুফতি মাইনুদ্দিন, মাওঃ ফরহাদ হুসাইন প্রমুখ।
সমাবেশ শেষে বাদ আসর একটি বিক্ষোভ মিছিল চুকনগরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us: