দিনাজপুরের ফুলবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন ও ভ্রাম্যমান যুব প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তর থেকে এক র্যালী বের হয়। র্যালিটি উপজেলা চত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রজব আলী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গোস্বামী,ক্যাশিয়ার রেজাউল ইসলাম, মেজবাহুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান চৌধুরী নিশাদ, জাকির আহম্মেদ, ফেরদৌস শামস, আকাশ খান, সাব্বির হোসেন রুম্মন, নাইমুর রহমান, শিপন আহম্মেদ, সাগর ইসলাম, ও সফল আত্মকর্মি আহসান হাবিব।
অনুষ্ঠান শেষে ভ্রাম্যমান যুব প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়।
র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এলাকার প্রশিক্ষন প্রাপ্ত যুবক যুবতিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us: