
সোমবার (২৯ জুন) নিজ গ্রামের বাডী ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের গোলারহাটে চিরনিদ্রায় শায়িত হলেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান। রবিবার ভোর ৫ টায় তিনি রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জেলা আ’লীগের সভাপতির কফিনে ছাগলনাইয়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এডভোকেট আকরামুজ্জামান’র জানাযায় উপস্থিত থেকে চিরবিদায় জানান, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা বৃন্দ।