বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছীতে অবশেষে ইটভাটায় প্রশাসনের অভিযান শুরু হয়েছে। অত্র উপজেলায় ব্যাঙের ছাতার মতো অবৈধ ইটভাটা গড়ে উঠলেও এতদিন প্রশাসন নিরব ছিল। এবিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য কারনে প্রশাসন নিরব ভূমিকায় ছিল। অবশেষে জেলা প্রশাসনের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের আদেশে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর আন্তরিকতায় অবৈধ ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মহিউদ্দীন দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লেখ্য কোনরূপ অনুমতি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উপজেলাতে কৃষি ফসলী জমি নষ্ট করে ইটভাটা স্থাপন করা হচ্ছে। এ বিষয়ে ভাটা মালিক সমিতির সম্পাদক এর সাথে কথা বললে তিনি বলেন, আসলে আমরা কেউই পুরো আইন মেনে ভাটার কার্যক্রম করতে পারছিনা। তারপরেও বিভিন্ন দপ্তরে পয়সা করি দিয়ে ভাটা চালাচ্ছি বটে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা মূল লাইসেন্স পাওয়া বেশ দুষ্কর। এমনিতেই পুরাতন যে ভাটাগুলো রয়েছে তাতেই কৃষি জমির অনেক ক্ষতি হচ্ছে। আবার নতুন করে কিছু ভাটার কাজ শুরু হয়েছে। যা কৃষি জমির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের এই অভিযান শুরু হলো এবং তা প্রতিনিয়ত চলতেই থাকবে। অবৈধভাবে ইটভাটা করতে দেওয়া হবেনা এবং কৃষি ফসলী জমি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।