
নওগাঁর বদলগাছীতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় বদলগাছী উপজেলাতেও ৭ ফেব্রয়ারি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান ১ম ডোজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন গ্রহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে উপজেলা পঃ পঃ অফিসার ডাঃ কানিস ফারহানার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি জানান, ১ম পর্যায়ে এ উপজেলায় ৬ হাজার ৫শ ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। গত ৭ তারিখ থেকে অদ্য পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬ হাজার ৭৬ জন। আর টিকা প্রদান করা হয়েছে ৩ হাজার ৫শ ২ জনকে। স্বতঃস্ফুর্তভাবে টিকা গ্রহনে জনসাধারনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।