১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরগুনার বেতাগীতে বিএনপি নেতার ছেলের বসতবাড়িতে আগুন: পূর্ব শত্রুতার জেরে রাজনীতির প্রতিশোধ




বরগুনার বেতাগীতে বিএনপি নেতার ছেলের বসতবাড়িতে আগুন: পূর্ব শত্রুতার জেরে রাজনীতির প্রতিশোধ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৫, ১৮:২২ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরগুনার বেতাগী উপজেলার, সরিষামুড়ি ইউনিয়নের, দক্ষিণ কালিকাবাড়ী গ্রামে গভীর রাতে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। সাবেক বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ নূরুল ইসলাম আকনের ছেলে সিদ্দিকুর রহমান আকনের বসতবাড়িতে একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সোহরাব শিকদার ও তার সহযোগীরা গভীর রাতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগানোর ফলে আকন পরিবারের বাড়ির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ির বসত ঘরের মালামালের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে। এরপরও দুষ্কৃতিকারীরা ক্ষান্ত হয়নি সিদ্দিকুর রহমানের ভাই সাদেকুর রহমানের বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে । স্থানীয় লোকজনের টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান আকন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষ তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি জুলাই-আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রতিপক্ষরা তাকে ঘায়েল করার জন্য এ ধরণের ঘটনার আশ্রয় নিয়েছে বলে এলাকাবাসীর দাবি।
ভুক্তভোগী সিদ্দিকুর রহমান আকন বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রতিপক্ষরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। এবার তারা চূড়ান্তভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, রাজনীতির নামে এই ধরনের সহিংসতা সমাজে অশান্তি সৃষ্টি করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা। দেশ ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সকলেরই এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি ,আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET