
মেডিকেল কলেজের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার (৩০শে জানুয়ারি) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী ছাড়পত্র নিয়েছেন এবং নানা উপসর্গ নিয়ে আটজন রোগী করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২১ জন রোগী। যার মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সোমবার রাতে ১৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ।
এর আগে রবিবার ৪২.৭০ করোনা শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। চলতি মৌসুমে গত ১৫ জানুয়ারি সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয় বরিশালে।