২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বরিশালে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২১, ১৬:৫১ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৭ মার্চ)সকাল ১১টায় বরিশাল জিলা স্কুল এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. মারুফ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, এই দেশে যত বড় বড় উন্নয়ন সব কিছু হয়েছে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। তবে এ জন্য দক্ষ জনবল সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রতিমন্ত্রী সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, পদ্মা সেতু এবং পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন যজ্ঞ চলছে সে তুলনায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন হচ্ছে না। মন্ত্রণালয় থেকে প্রকল্প পাশ না হওয়ায় অর্থ বরাদ্দ আসছে না। উন্নয়ন ব্যর্থতার দায়ভার মেয়র হিসেবে তার উপর বর্তায়। তিনি নগরীর উন্নয়নে শেষ রক্তবিন্দু পর্যন্ত নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের সকল বিভাগের সহযোগিতায় জিলা স্কুল মাঠে আজ শুরু হওয়া ২দিনব্যাপী উন্নয়ন মেলা আজ রবিবার (২৭ মার্চ) শেষ হবে। মেলায় ১৪০টি স্টল রয়েছে। এর মধ্যে ১১০টি স্টলে সরকারের বিভিন্ন দপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET