খোকন হাওলাদার,বরিশাল থেকে ॥
গভীর রাতে বরিশাল নগরীর বান্দরোড এলাকার এ্যাড.হেমায়েত উদ্দিন ডায়বেটিক ও জেনারেল হাসপাতালের পিছনে একটি জুতার কারখানায় ভয়াবাহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জুতার কারখানাটি সেলিম নামে এক ব্যক্তির বলে জানা যায়। গত বুধবার রাত ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পাশাপাশি কোতয়ালী থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিতহয়ে এক সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে স্থানীয়রা ধারনা করেন। জুতার কারখানার মালিক জানায়, তার গোডাউনের প্রায় ১৫লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকান্ডের খবরে হাসপাতালের রোগীরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে শুরু করে এতে অনেকে আহত হয় বলে যানা যায়।