
নবগঠিত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুযারি) দুপুরে নগরীর ডিসি ঘাটের একটি রেস্তোরায় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ কমিটির ৪২ সদস্যের ৪১ জন উপস্থিত ছিলেন। এছাড়া সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
পরিচিতি সভায় আগামী সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়ার আহবায়ক জানান নেতারা। গত ৩ নভেম্বর মহানগর বিএনপি’র সংক্ষিপ্ত আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। গত ২২ জানুয়ারি ৪২ সদস্যের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।