২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশাল সিটি নির্বাচন: জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা




বরিশাল সিটি নির্বাচন: জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২৩, ১৮:১৭ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে উত্তাপ। নগরীর অলি-গলি ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। ভোট প্রার্থনায় পাড়া-মহল্লার অলিতে গলিতে উঠান বৈঠক, সভা সহ ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।সুষ্ঠু ভোট হলে জয়ের প্রত্যাশা মেয়র প্রার্থীদের।

রবিবার (২৮শে মে) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

সভায় ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হতে পাড়লে সর্ব সাধারণের জন্য সিটি করপোরেশন উন্মুক্ত করে দেয়ার পাশাপাশি নগরবাসীর দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, সকাল সাড়ে ১০টায় নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন রসুলপুর কলোনিতে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ সময় তিনি বাসিন্দাদের নানা সমস্যা সমাধানে আশ্বাস দেন। নৌকার উপর ভরসা না রেখে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে, সকাল ১১টায়ে নগরীর স্ব-রোড সোনালী আইসক্রিম মোড় এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গণসংযোগের সময় তিনি বলেন, ইভিএমে জনগণের আস্থা নেই। তারপরও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার আশা করেন তিনি।এছাড়াও বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩নং ওয়ার্ডের জোড় মসজিদ এবং কাউনিয়া হাউজিং ও টেক্সটাইল এলাকায় গণসংযোগ করেন। তবে অন্য তিন মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা নগরীতে দেখা যায়নি।

আগামী ১২ জুন বরিশাল সিটিতে ১২৬টি কেন্দ্রের ৯৯৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET