২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত




বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২৩, ১৮:৪১ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের উদ্যোগে ১০ মার্চ শুক্রবার বিকেলে দেশ, উন্নয়ন, সরকার ও শান্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানী (শায়কুল হাদিস) এর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপি, ইসলামী ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি এম এ আউয়াল, গণতন্ত্রী পার্টির মহাসচিব ডা: শাহাদাত হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ আক্কাছ আলী খান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ তরিকত ফ্রন্টের সভাপতি মুফতি মাহদী হাসান বুলবুল, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালাইন্স এর মহাসচিব এ্যাডভোকেট নুরুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন ডালিম, রুহুল আমিন খান উজানী (শায়খুল হাদিস) ও আলহাজ্ব জামান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ বলেন, ইসলামী ঐক্য জোট যথা সময়ে যথার্থ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি জামায়াত নিরবে নিরবে স্বাধীনতা বিরোধী কর্মকান্ড চালিয়ে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। তাদের রুখতে স্বাধীনতার পক্ষে ইসলামীক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। তিনি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে তৃণমূল পর্যায়ে এরকম কর্মসূচি বাস্তবায়নের জন্য জোরালো আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, মহাজোট গঠন প্রক্রিয়ার শুরু থেকে এযাবৎ বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইতিবাচক সকল কর্মকান্ডে বিগত দিনে ছিল, আগামী দিনেও ইসলামীক দলগুলোকে ঐক্যবদ্ধ করে তার সকল কর্মসূচির প্রতি সমর্থন জানানো হবে। তিনি আরো বলেন, জামায়াত বিএনপির ধ্বংসাত্মক এজেন্ডা কোনভাবেই এদেশে ইসলামীক দলগুলো সমর্থন করবে না। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং ধারাবাহিকভাবে চলবেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET