মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ এর কুমিল্লা মহানগর শাখা কমিটি নির্বাচন করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পিটিআই সুপারিনটেনডেন্ট হারুনূর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ এর কুমিল্লা মহানগর শাখা এ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।
কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্কতাগণ হলেন সহ-সভাপতি রোটার ডা: টুন্টু কুমার চক্রবর্তী (রুবেল), সহ-সাধারণ সম্পাদক এড. ফারহানা রমজান, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, অফিস সম্পাদক এড. মো: সামসুদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মো: এমদাদুল হক ও প্রচার সম্পাদক ডা: ইউশা ইবনে বশীর। নিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো: বশীরুল আনোয়ার বশীর, জাহাঙ্গীর হোসেন মজুমদার, মো জহিরুল ইসলাম, মো: আল-আমিন, মো: আদিল হোসেন ভূঁইয়া, রোহিনী কুমার দাস, ফাতেমা বেগম, ডা: নাছির উদ্দিন আহম্মেদ মজুমদার ও মো: সালাউদ্দিন মজুমদার।
‘মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বদ্ধপরিকর আমরা’ এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ (রেজি: নং- ট্রাস্ট
রেজিস্ট্রেশন-ওঠ-৫৯/২০০৯, এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন-৩০৮৯) এর কুমিল্লা মহানগর শাখা গঠনতন্ত্র মোতাবেক প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটি পাঠানোর পর সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব অনুমোদন দেন।
নবনির্বািচিত কুমিল্লা মহানগর কমিটি বাংলাদেশ।
হিউম্যান রাইটস ফাউন্ডেশন- এর চেয়ারম্যান এডভোকেট এলিনা খান ও মহাসচিব এ এম জিয়া হাবীব আহসানকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, মানুষের ন্যায় সঙ্গত অধিকার আদায় ও সঠিক বিচার পেতে জনগণের পাশে থাকবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
Please follow and like us: