
খুলনা মোংলা মহাসড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। শুক্রবার (১০ নভেম্বর) বেলা ২ টার দিকে মহাসড়কের রামপাল উপজেলার রণসেন মৎস্য আড়তের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং আরোহীকে হাসপাতালে নিয়ে গেলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল এবং প্রাইভেটকার ঘটনাস্থলেই রয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রেজিঃ নম্বর চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার বেপরোয়া ও দ্রুত গতিতে খুলনা থেকে মোংলা যাওয়ার পথে মহাসড়কের রণসেন মৎস্য আড়তের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জেলার ফকিরহাট উপজেলার ভট্ট খামার এলাকার সাত্তার মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলের আরোহী রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় এলাকার মুজিবুর রহমানের ছেলে হারুন আল রশিদ (২৭) কে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) ডিআইও-১ বাবুল আকতার জানান, শুক্রবার দুপুরে খুলনা মোংলা মহাসড়কের রণসেন মৎস্য আড়তের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us: