
বাগেরহাট আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) সকালে বাগেরহাট বাসস্ট্যান্ড কার্যালয়ে উপস্থিত সকল শ্রমিকের মতামতের ভিত্তিতে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মোঃ শামীম খানকে আহ্বায়ক, মোঃ আশরাফ হোসেন (আশা) ও আনোয়ার হোসেন (আনো) কে যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলামকে সদস্য সচিব, এবং মোহাম্মদ মিলনকে সদস্য করে মোট ১৩ সদস্য বিশিষ্ট বাগেরহাট আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভা শেষে এই কমিটির ১৩ সদস্যকে পরিচয় করিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
নতুন কমিটির আহবায়ক মো: শামিম খান বলেন, বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। এখানে কোন চাঁদা বাজি চলবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দকে শ্রমিকদের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে চলার আহবান জানান তিনি।