১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বাগেরহাটে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের বিষপানে আত্মহত্যা।




বাগেরহাটে ঋণের বোঝা সইতে না পেরে যুবকের বিষপানে আত্মহত্যা।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২১, ১৯:০৪ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বিভিন্ন এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে লোন নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক। মৃত যুবক বাগেরহাটের কোণ্ডলা গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে নাসিম মোল্লা (৩৫)। সে পেশায় একজন ইজিবাইক চালক। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তাকে দাফন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, নাসিম মোল্লা বিভিন্ন সমিতি ও কতিপয় লােকজনদের নিকট থেকে টাকা পয়সা ধার করে  অনুমান ৫ থেকে ৬ লক্ষ টাকা দেনা  হওয়ায় পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছিল । যে কারনে ৪/৫ দিন আগে সে নিজ বাড়ী থেকে স্ত্রী কন্যাকে নিয়ে তার শ্বশুর বাড়ী বাগেরহাট পৌরসভাধীন বাসাবাটি এলাকায় পাঠিয়ে দেয়। গত ২৮ জুন বেলা ১২ টার দিকে সদরের তার শ্যালক বৈটপুর নিবাসী শফিকের বাসায় তার ইজিবাইকটি রেখে আসে। মঙ্গলবার ২৯ জুন সকাল ৯ ঘটিকার সময় কোন্ডলা সুইচ গেটের পূর্বপার্শ্বে দেলােয়ার খানদের তাল বাগানের ভিতরে  নাসিম মােল্লার মৃত দেহ দেখতে পায় কোন্ডলা দক্ষিনপাড়া জামে মসজিদের ঈমাম আবু সাঈদ শেখ।
তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত দেহের পাশ থেকে একটি কিট নাশকের বােতল ,ছাতা , পরিহিত শার্ট , স্যান্ডেল , চাবির ছড়া উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মৃতের পিতা সেকেন্দার মোল্লা (৭০) বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মামলা নং-৩৫/২০২১, তারিখ- ২৯/০৬/২১ইং
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET