বাগেরহাটে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা সদরের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে টুরিস্ট পুলিশ বাগেরহাট জোন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ষাটগম্বুজ মসজিদ এলাকা টুরিস্ট পুলিশিং কমিটির কার্যকরী কমিটির সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন এর পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যাদুঘরের কাস্টডিয়ান মোঃ যায়েদ। টুরিস্ট পুলিশ বাগেরহাট জোন এর ইনচার্জ (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল ইসলাম। ষাটগম্বুজ টেকনিক্যাল বিজনেস এ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইমলাম। রণ বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন। খান জাহানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মাসুদ আলী, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর বহমান, বাটগম্বুজ বায়তুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব, ফকির মাসুম বিল্লাহ, শেখ হারুন, ডাঃ মোঃ ইব্রাহীম, ডাঃ মাজেদ আলী ফকির, ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন এবং খান জাহান আলী মাজার ও ষাট গম্বুজ মসজিদ এলাকার ব্যবসায়ী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Please follow and like us: