বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাগেরহাট জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ দিবসের সুভ সুচনা করে তারা। পরে জেলা বিএনপির উদ্যোগ একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে পথসভায় মিলিত হয়। জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সমশের আলী মোহন, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম প্রমূখ।
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মন্জুর মোর্শেদ স্বপন, শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, মনিরুল হক ফরাজী, সরদার ওহিদুল ইসলাম পল্টু, হাফিজুর রহমান তুহিন, এ্যাডভোকেট রুনা গাজী, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, মাহবুবুর রহমান টুটুল, শরিফুল কালাম কারিম, শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিন জেলার প্রতিটি উপজেলায় বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
Please follow and like us: