২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বাগেরহাটে নেদারল্যান্ডের লবন বিশেষজ্ঞ ড. এরেঞ্জ ডিভোজ। লবণ সহিষ্ণু ধান ও সবজি উৎপাদনের কলা কৌশল নিয়ে মাঠ দিবস পালিত




বাগেরহাটে নেদারল্যান্ডের লবন বিশেষজ্ঞ ড. এরেঞ্জ ডিভোজ। লবণ সহিষ্ণু ধান ও সবজি উৎপাদনের কলা কৌশল নিয়ে মাঠ দিবস পালিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২৩, ১৮:৫২ | 642 বার পঠিত

বাগেরহাটে লবণ সহিষ্ণু ধান ও সবজি উৎপাদনের বিভিন্ন কলা কৌশল নিয়ে মাঠ দিবস পালিতহয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলার রামপাল উপজেলার বড় সন্ন্যাসী এলাকায় লবণ সহনশীল প্রজনন ও পরীক্ষা কেন্দ্রে স্থানীয় প্রান্তিক কৃষকদের নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাল তীর প্রজেক্টের জি.এম মোঃ মাহমুদুন নবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  নেদারল্যান্ড থেকে আগত লবন বিশেষজ্ঞ ডক্টর এরেঞ্জ ডিভোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর গবেষণা ও  বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জি.এম ডক্টর আব্দুর রশিদ।  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, উদ্ভিদ প্রজননবীদ ডঃ সেলিনা সুলতানা, খুলনা  মৃত্তিকার সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  অমরেন্দ্রনাথ বিশ্বাসসহ দেশী ও বিদেশি বিশেষজ্ঞগণ এতে অংশ নেন।
প্রকল্পটির নির্বাহী কর্মকর্তা ও ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্ট্ররী প্রদর্শন করেন। স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী এতে অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত উপকার ভোগীরা  সবজি উৎপাদনে লবণাক্ত এলাকায় লবণ সহিষ্ণু ধান ও বিভিন্ন ফসল উৎপাদন শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।  লবণাক্ততার কারণে বিভিন্ন সময় ধানের বীজতলা অতিরিক্ত লবণে পুড়ে ক্ষতি না হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।  অনুষ্ঠান শেষে দেশে-বিদেশি বিশেষজ্ঞরা ধান ও সবজির বিভিন্ন ক্ষেত পরিদর্শন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET