
দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে আজ বাগেরহাট সদরে ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্য বিধি অমান্য ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: রাশেদুজ্জামান এবং জনাব মো: আজিজুল কবিরের নেতৃত্বে বাগেরহাট সদরের বিভিন্ন স্থানে আজ এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করা কালীন বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্য বিধি অমান্য ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে সদরের বিভিন্ন স্থানে ৭ জনের নামে ৭:টি মামলা দায়ের পূর্বক ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধি-নিষেধ আরোপ করা কালীন সময়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Please follow and like us: