
সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগানে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী ) সুন্দরবন দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে বেলা ১২ ঘটিকায় বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজী, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক শেখ আছাদুজ্জামান প্রমুখ।
Please follow and like us: