১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাট সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি বাচ্চু সাধারণ সম্পাদক আ. মতিন




বাগেরহাট সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি বাচ্চু সাধারণ সম্পাদক আ. মতিন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০১৯, ১৮:৩৫ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের নেতাকর্মীদের আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চুকে পূনরায় সভাপতি ও মোল্লা আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।
এরআগে সোমবার সকালে বাগেরহাট শহরের স¦াধীনতা উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। বাংলার মানুষের ভালবাসা আর সৃষ্টিকর্তার দোয়া আছে বলে তিনি দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারপরে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কারা ষড়যন্ত্র করছে যারা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। কারা ষড়যন্ত্র করছে যারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছিল ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। আমরা সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছি। তবে এই আওয়ামী লীগাররা কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল। তাদের চোখে দেখা যায় না, তবে তাদের ষড়যন্ত্রকারীরা অনেক শক্তিশালী তাদের লোক আমাদের দলে ঢুকে ষড়যন্ত্র করছে। তাই দলে ঢুকে পড়ারা আওয়ামী লীগের পরিচয় দিয়ে অপকর্ম করবে তা মেনে নেয়া হবেনা। দলের নেতা কর্মীদের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শকে বুকে লালন করতে হবে। পাড়া মহল্লার চায়ের দোকানে দলের কর্মীদের নিয়ে ভাল সমালোচনা হতে হবে। দলে চাঁদাবাজ, মাদকের সাথে জড়িত, টেন্ডারবাজ, অন্যের বাড়ি দখলকারী ও দূর্নূীতিবাজ এরা আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা হতে পারবে না। নেতাকর্মী প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে ওই নেতারা আরও বলেন, শেখ হাসিনার চোখের ভাষা বুঝতে হবে, শেখ হাসিনা যা বলেন তা করতে হবে। কারন শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচব।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের তরুণ সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মতিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET