
বাগেরহাট সরকারী পিসি কলেজ ছাত্রলীগ সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি সরদার ইয়াসির আরাফাত নোমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে এখন খুলনার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ রয়েছে৷
নোমান বাগেরহাট জেলা আওয়ামীলীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে, জেলা যুবলীগের আহ্বায়ক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের ভাইপো এবং বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওসানের ভাই।
জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে শহরের হাড়িখালি মালোপাড়ার রাস্তায় নোমানকে মটরসাইকেলসহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নোমান অচেতন অবস্থায় আইসিইউতে আছেন। তার মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ আছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা সম্বন্ধে বিস্তারিত জানানো হবে বলে জানান চিকিৎসকগণ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, নোমানকে এলাবাসী অচেতন ও আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা তদন্ত শুরু করেছি। এখনও কোন প্রতক্ষদর্শী পাইনি। নোমান অচেতন, তাই কখন, কিভাবে ঠিক কি ঘটেছিলো তা এখনই বলা সম্ভব না।
Please follow and like us: