মিজানুর রহমান সুমনঃ- বরগুনার বামনায় এসএসসি ও দাখিল পরীক্ষার ২য় দিনে গতকাল বামনা সারওয়ারজান হাইস্কুল কেন্দ্রে একই প্রতিষ্ঠানের ভকেশোনালের পরীক্ষার্থী ৪জন এবং বামনা সদর আর রশিদ ফাজিল মাদরাসা কেন্দ্র বুকাবুনিয়া ইসলামিয়া মাদরাসার ১জন, দভিাংগা মাদরাসার ১জন, ছোন বুনিয়া মাদরাসার ১জন, উত্তর কাকচিড়া মাদরাসার ১জন করে পরীক্ষারর্থীদের অসদ উপায় অবলম্বনের দায়ে বহিস্কার করেন উপজেলা নির্বহী অফিসার মোঃ জাকির হোসেন বাচ্চু।
Please follow and like us: