মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব শাখার উদ্দ্যোগে এক মতবিনিময় ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। গতকাল রাজনগর উপজেলা শাখা ও সকল ইউনিয়ন শাখার সাথে দুপুর ১-ঘটিকায় রাজনগর ডিগ্রী কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব, দৈনিক স্বদেশ বিচিত্রা সাংবাদিক সৈয়দ মুন্তাছির রিমনের পরিকল্পনায় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাকির হোসেন মনিরে সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাখী আহমেদ, রাজনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক। “দারিদ্র্যতা বাল্যবিয়ের কারণ” এ-বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ পর্যায়ে দুটি দল পক্ষে ও বিপক্ষে বির্তক অনুষ্ঠানে অংশগ্রহন করে। বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব এর পক্ষ থেকে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়। শামিমা ইয়াসমিনকে সেরা বক্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে ক্লাবের সদস্য শামিমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাল্যবিবহ প্রতিরোধ ক্লাব রাজনগর উপজেলা শাখার সভাপতি ফয়েজ আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক শাকিল আলী, কুলাউড়া উপজেলা শাখার সমন্নয়ক সাংবাদিক ইউসুফ আহমেদ ইমন, জুড়ী উপজেলার সাগরনাল ইউ.পি শাখার সভাপতি সাদেকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ, ফুলতলা ইউ.পি শাখার সভাপতি বাপ্পন পাল, রাজনগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খাঁন সহ ক্লাবের রাজনগর উপজেলা শাখা ও অত্র উপজেলার সকল ইউ.পি শাখার দায়িত্বশীল ব্যক্তিদ্বয় প্রমুখ। পরে বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের জেলা শাখার দপ্তর সম্পাদক কবি পলাশ দেব নাথ তার স্বরচিত কবিতা প্রধান অতিথি কে উপহার প্রদান করে।