বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের আয়োজনে যুক্তিখোলা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি পদ প্রত্যাশী আব্দুল বারিক ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মানিক মজুমদারের নেতৃত্বে বাঙ্গড্ডা ইউনিয়ন-সহ নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার-হাজার মানুষ অংশগ্রহণ করেন। বেলঘর দক্ষিণ ইউনিয়ন আহবায়ক আলী হায়দার মেম্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট যুগ্ম সম্পাদক এডভোকেট শোহরাব হোসেন পলাশ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, লালমাই উপজেলা আহবায়ক মাসুদ করিম, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, ওমর ফারুক সুমন, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু।
জনসবায় বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার, মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না প্রমূখ।