৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বির‌লে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২৪, ১৬:১৫ | 625 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে দিনাজপুরে ‘বোচাগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) সকা‌লে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের আয়োজ‌নে আর্দশ উচ্চ বিদ্যাল‌য়ের হলরু‌মে এই প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়।
গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য দেন বিরল উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।
বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রা‌বেয়া খাতুন, সেতাবগঞ্জ সরকা‌রি পাইলট ম‌ডেল উচ্চ বিদ্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের সি‌ডি‌সি চেয়ারম্যান বিশ্বনাথ রায়, গুড নেইবারস্ বাংলা‌দেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজে‌ক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। একজন ভালো শিক্ষকের ছাত্র অবশ্যই দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্যদেরও ভূমিকা রাখতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET