২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিশ্বম্ভরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাত মরিয়মের গণসংযোগ 




বিশ্বম্ভরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাত মরিয়মের গণসংযোগ 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২৪, ১৮:৩৫ | 662 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন বিশ্বম্ভরপুর  উপজেলা পরিষদ নির্বাচনে
মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে জান্নাত মরিয়ম দোয়া চে‌য়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।
বুধবার ২৪ এপ্রিল বিকেল বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজার,  বিশ্বম্ভরপুর বাজার, পলাশবাজার, ধনপুর বাজার  এলাকায় তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা ও সাধারণ জনগনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাত মরিয়ম বলেন, আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব ধারণ করে রাজনীতির সাথে জড়িত রয়েছি। আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ও নেতৃত্ব দিচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কর‌তে যা‌চ্ছি। ইতিমধ্যে আমি মনোনয়নপত্র তুলেছি, আগামী ২ মে প‌্রতিক বরাদ্দ দি‌বে এবং ২১ মে ২য় ধা‌পের নির্বাচ‌নে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায় ও লেগেছে।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করে যা‌চ্ছে।
এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি আগামী দিনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরোও বড় পরিসরে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে মহিলা  ভাইস চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন।
এসময় জান্নাত মরিয়মের  সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET