
শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে তিন দিনব্যাপী ফেনী জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা। ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর ব্রীজ সংলগ্ন ফেনী নদীর তীরবর্তী সততা ব্রিক ফিল্ড ময়দানে এবার ফেনী জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার সকল উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও দেশের বিভিন্ন জেলার ইসলাম প্রেমী মুসলমানের সরব উপস্থিতি এ ইজতেমা ময়দানে দেখাযায়। ফেনী জেলা ইজতেমায় অংশগ্রহণ করেন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালেশিয়া, লাইবেরিয়াসহ বিভিন্ন দেশের তাবলীগ জামায়াতের প্রবাসী মুসলিম।

তিন দিনব্যাপী ফেনী জেলা ইজতেমায় ২০ হাজার মুসল্লী অংশগ্রহণ করেছে বলে জানান আগত মুসল্লীরা। গত বৃহস্পতিবার সকালে ইজতেমার আনুষ্ঠানিক শুরু করে শনিবার (৪ মার্চ) বেলা ১২ ঘটিকার সময় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয় তিন দিনব্যাপী ফেনী জেলা ইজতেমার সকল আনুষ্ঠানিকতা। আখেরী মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীরা। আখেরী মুনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি মুফতি বোরহান উদ্দিন। আখেরী মুনাজাতে সমগ্র মুসলিম উম্মাহকে এক ও নেক রেখে পবিত্র কোরআন শরীফে বর্ণিত জীবন গঠন ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর জীবনাদর্শ মোতাবেক পরিচালিত করে আজাবমুক্ত জীবন যাপনের দোয়া করা হয়। মুসলমানদের ঈমান ও আমলের মধ্যে মজবুতি দান করে এক আল্লাহর আনুগত্য লাভের দোয়া করা হয়। এছাড়াও ইজতেমার আখেরী মুনাজাতে মুসলমানদের শেষ আশ্রয়স্থল বিশ্বের সকল মসজিদকে হেফাজত করতে আল্লাহর নিকট বিশেষ দোয়া করা হয়। ফেনী জেলা ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীদের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, জেলা পুলিশের নির্দেশনায় ছাগলনাইয়া থানা পুলিশ ইজতেমা ময়দানের চার পাশে সার্বক্ষণিক অবস্থান করেছে। ইজতেমা ময়দানে প্রতিদিন ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যদের উপস্থিতি পরিলক্ষিত হয়। ইজতেমা ময়দানের পাশে সড়কে যানবহন সুশৃঙ্খল ভাবে চলাচলের কাজে নিয়োজিত ছিলো ট্রাফিক পুলিশ। ইজতেমায় আগত মুসল্লীদের চিকিৎসা সেবা প্রদানে জেলা সিভিল সার্জনের নির্দেশনা সার্বক্ষণিক চিকিৎসক ও ঔষধের ব্যবস্থা করা হয়। ছাগলনাইয়া স্কায়ার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাবের পক্ষ ফেনী জেলা ইজতেমা ময়দানে মুসল্লীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। আখেরী মুনাজাতে অংশগ্রহণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

তিনি জানান, সকলের সার্বিক সহযোগিতায় ছাগলনাইয়ায় অনুষ্ঠিত ফেনী জেলা ইজতেমার সকল আনুষ্ঠানিকতা শান্তি শৃঙ্খলা অনুযায়ী সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী ফেনী জেলা ইজতেমায় তাবলীগের মূলধারার নিজাম উদ্দিনের সাথী ভাইয়েরা অংশগ্রহণ করেছে উল্লেখ্য করে সাথী ভাই একরামুল হক চৌধুরী জানান, ফেনী জেলা ইজতেমা ময়দানে তাবলীগের মূলধারার সাথীরা অংশগ্রহণ করেছে।