উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তেয়াশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মীত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় এমপি আব্দুল মজিদ মন্ডল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া সরকারী প্রামানিক বিদ্যালয়ের প্রায় ৩৭ লাখ টাকা ব্যায়ে নব নির্মীত ভবনের উদ্বোধন করা হয়।
স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সাংসদ আলহাজ আব্দুল মজিদ মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল,বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, প্রামানিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, প্রধার শিক্ষকা জোবায়দা নাহার প্রমূখ।