
উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ভাইস্ চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারী আরিফুল ইসলাম সোহেল হাই কোর্টের মাধ্যমে জামিনে মুক্তি লাভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে বেঁড়িয়ে আসে। এসময় জামায়াত-শিবির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে উপজেলা ভাইস্ চেয়ারম্যান জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল জামিনে মুক্তি লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারী অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম, জেলা সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম ও বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নুর-উন-নবী সরকার প্রমুখ। উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক পাঁচটি মামলায় জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। উচ্চ আদালতের আদেশক্রমে তিনি জামিন পেয়ে বৃহঃস্প্রতিবার কারাগার থেকে মুক্তি লাভ করেন।