
ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরী মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে সোমবার বাদ জোহর বিরল বকুলতলার মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পূণরায় বকুলতলা মোড়ে ফিরে সমাবেশে মিলিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় রাসূল (সাঃ)কে নিয়ে যারা কটুক্তি করে, আল্লাহর প্রিয় দোস্তকে যারা অবমাননা করে, কোটি কোটি মুসলমানদের অনুপ্রেরণা যিনি তিনাকে নিয়ে যারা কটুক্তি করে তার কোনো ছাড় নাই, হোক সে যেকোনো ধর্মের কিংবা নিজ পরিবারের কেউ। ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরী মহারাজ কর্তৃক সমর্থন করার জন্য তীব্র নিন্দা ও তাকে শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসলমানগণ। উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিরল উপজেলার সকল ধর্মপ্রান মুসলমানগণ অংশগ্রহণ করে।
Please follow and like us: