নয়া আলো ডেস্কঃ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা। একুশের প্রথম প্রহরে এফডিসির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় জায়েদ খান ছাড়াও চিত্রনায়ক বাপ্পী সাহা, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, নাদিম, চিত্রনায়িকা মিষ্টি, জেসমিন, বিপাশা কবির, শিরিন শিলা, রোমানা নীড়, দিপালীসহ নৃত্য পরিচালক মাসুম বাবুল ও আরো অনেক চলচ্চিত্র তারকারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসাথে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।
Please follow and like us: