করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকÑডাউনের ৬ষ্ঠ দিন শনিবার। লকÑডাউনে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রশাসন প্রচার-প্রচারনা ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখলেও বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজারগুলোতে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই কারো মধ্যে। স্বাস্থ্য বিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করতে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।
প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাক্স পরাসহ অন্যান্য বিষয়ে সচেতন হয়ে উঠে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসন ফিরে গেলে আবার অসেচতন হয়ে পরছেন তারা। দোকান-পাট, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও সঠিক ভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। এমনকি সরকারি নির্দেশ অমান্য করে খোলা রয়েছে একাধিক কোচিং সেন্টার।
অপরদিকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউএ নতুন করে বরিশালের গৌরনদীতে এক নারীসহ তিনজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা ৮জন ও মৃত্যুর সংখ্যা ১ জনে দাড়ালো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ (ভারপ্রাপ্ত) নিজামূল ইসলাম জানান, পাশর্^বর্তী আগৈলঝাড়া উপজেলার থেকে গত ৭ এপ্রিল একজন নারীসহ দুইজন করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরবর্তীতে গতকাল তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আছে। এ ছাড়া কালকিনি উপজেলার বাসিন্দা একজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।