ঝিনাইদহ প্রতিনিধিঃ- গরুর গোয়ালে মশা তাড়াতে মশার কয়েল (গ্লোব) জালিয়ে দেওয়া হয় সন্ধা রাতে । গভীর রাতে সেই গ্লোবের আগুনে পুড়ে মারা গেল গোয়ালে থাকা দু’টি গরু।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামে।
গরুর মালিক আব্দুস সামাদ জানান , গরুর গোয়াল থেকে মশা তাড়াতে সন্ধা রাতে আমি গোয়ালের মধ্যে মশার (গ্লোব) জালিয়ে দিয়েছিলাম। কিন্তু গভীর রাতে দেখি গরুর গোয়ালটি আগুনে দাওদাও করে জ্বলছে। ততক্ষনে আমার গোয়ালে থাকা দ’ুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। গরু দু’টির আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা বলে জানান গরুর মালিক আব্দুস সামাদ ।