
শাহাদাত হোসেন আনোয়ার, মতলব চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর মতলব উত্তরে পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিনে মাদ্রাসায় ইফতারের আয়োজন করেছে সারা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সদস্যরা। ১২ মার্চ মঙ্গলবার সাহাবাজ কান্দি রহমানিয়া হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার ১২ জন এতিম ছাত্রসহ মোট ৫০ জন ছাত্রের জন্য ইফতারের আয়োজন করে। ইফতারের কয়েক মিনিট আগে সকলের জন্য দোয়া করা হয়। এ সময় সারা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন আনোয়ার, সহ-সভাপতি শাহাদাত হোসেন, সদস্য,হাফেজ মোঃ নাইম, পারভেজ মাঝি, বি কে এস শাহিন,সাফিন হাজারী সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০১৬ সাল থেকে মতলবে আলোচিত সেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছরেই ইফতারের আয়োজন এতিমখানা ও মাদ্রাসায়। সারা ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম রাসেল বলেন।
কৃতজ্ঞতা সারা ফাউন্ডেশন এর সকল সদস্য ও উপদেষ্টা বিশেষ ধন্যবাদ সারা ফাউন্ডেশন প্রবাসী ভাই ও বোনদের
যাদের সহযোগিতায় পরিচালনা হচ্ছে, সারা’র ইফতার ইভেন্ট… প্রবাস থেকে সারা ফাউন্ডেশন এর মাধ্যমে আপনি চাইলে এমন ইফতার আয়োজন করাতে পারেন সেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন এর একঝাঁক তরুণ সেচ্ছাসেবীদের মাধ্যমে…।সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
Please follow and like us: