আজিম উল্যাহ হানিফ:
কুমিল্লার মুরাদনগরের ১৪ নং নবীপুর ইউনিয়নের বাখরনগর গ্রাম। গ্রামের চার-প্রজন্মের সমঝোতায় নির্মাণ হলো রাহাত আলী মুন্সী বাড়ি সড়ক। প্রায় ৩৫ পরিবার বসবাস করেন বাড়িটিতে। চলাচলের জন্য এটাই মূল সড়ক হলেও প্রায় ৪ ফুট জায়গা অন্যের বাড়ির জমি পথ ধরে চলাচল করতে হতো,এতকাল ধরে। যা পাশের বাড়ির উঠোন,বাড়ির আঙ্গিণা বা জমির পাশ হয়ে হাটতে হতো সবাইকে। এই পথ দিয়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চলাচলেও খুব কষ্ট হতো। পূর্বপুরুষদের কবরস্থান, রাস্তা, মসজিদের রাস্তা নামে পরিচিত এই সড়কের পাশে পারিবারিক সীমানা হয়ে অজগরের মতো আকাঁবাকাঁ নতুন এই সেতুবন্ধন সড়কটি আশেপাশের চার পথের জন্য সহজ হয়ে দাড়াবে। দীর্ঘকাল ধরে রাহাত আলী মুন্সি বাড়ি সড়ক হলেও যার পাশাপাশি এটি মসজিদ সড়ক নামেও পরিচিত ছিল। রাস্তার দূরত্ব কমানোর জন্য বাইপাস সড়কও বলা যায় এটিকে। কারণ রাহাত আলী মুন্সি বাড়ি বাগে জান্নাত জামে মসজিদের মুসল্লীদের জন্য গ্রামের সড়কের সাথে সংযোগ এই সড়ক যাহা পথযাত্রীদের জন্যও দূরত্ব কিছুটা নিকটে আনতে পেরেছে। যা এক সড়কে চারপথের যাত্রী চলাচল করতে পারবে। কারণ বলতে গেলে রাহাত আলী মুন্সি বাড়ি সেতুবন্ধন এই নতুন সড়কের মধ্য দিয়ে বাখনগর ৮নং ওর্য়াডের সাথে সংযুক্ত অনেক সহজ করেছে,এতে সকল পথযাত্রীরা উপকৃত হবেন। মাটির এই সেতুবন্ধন নতুন সড়কটি রাহাত আলী মুন্সী বাড়ির পরিবারের নিজস্ব অর্থায়নে চলাচলের জন্য উপযুক্ত করেছেন। যাহা করতে সরকারের অর্থভান্ডার থেকে খরচ করতে হয়নি। এলাকার সন্তান শাহাদাত ইসলাম সবুজের মতে, সমাজের মানুষ একতাবদ্ধ হলে সামাজিক ছোটখাটো কাজগুলো সমাজবদ্ধ হয়ে করা যায়। দেশের সকলে যদি এই ছোটখাটো সমাজসেবায় এগিয়ে আসেন দেশের অর্থায়নে কিছুটা হলেও উন্নত হবেও সকলের প্রচেষ্টায় দেশের মঙ্গল বয়ে আনতে সক্ষম হবে।’
শুক্রবার জুমা নামাজ শেষে বাগে জান্নাত মসজিদের ইমাম শাহীন ভূইয়ার দোয়াও মুনাজাত পরিচালনা শেষে বৃৃক্ষরোপণের মধ্য দিয়ে সড়কটি উদ্বোধন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এড. আবদুল্লাহ আল সাইদ, ডিলার আনোয়ার হোসেন মুন্সী, বিশিষ্ট টিন ব্যবসায়ী মাহবুব আলম মুন্সী, শাহাদাত ইসলাম সবুজ মুন্সী, রাহাত আলী মুন্সির তৃতীয় প্রজন্ম মনিরুল ইসলাম মুন্সী, প্রভাষক আবু মুছা, বাবুল মুন্সি, গোলাম কিবরিয়া মুন্সী, আবু সাইদ মুন্সি, সুমন মুন্সী, সুজন মুন্সী, ফাহিম মুন্সী, আবির মুন্সী, সানি মুন্সী, সৌরভ মুন্সি, মিজানুর রহমান, তুহিনসহ আরো অনেকে।