
মুসলমান মেয়েদের কপালে চক দিয়ে সিঁদুর একে মানসিক ও ধর্মীয়ভাবে হেয় প্রতিপন্ন, মহিলা শিক্ষক এবং মেয়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব প্রদান, সামান্য বেতনেও নিত্য নতুন মোটরসাইকেল পাল্টানো ও অফিস সহকারী নিয়োগে ঘুষ গ্রহনসহ অনিয়ম, দূর্নীতির বিস্তর অভিযোগ এনে প্লাকার্ড হাতে নিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে আন্দোলণ শুরু করেছে স্কুলের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলণ শুরু করলে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিবৃত করে।
আন্দোলণরত একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করে স্কুলকে অনিয়ম-দূর্নিতীর আতুর ঘরে পরিণত করে রেখেছেন। এতোদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে তারা একদফার আন্দোলণ করছে। স্থানীয় বাসিন্দারা নয়া দিগন্ত’কে অভিযোগ করে বলেন, স্কুলে জনবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন স্তরে দূর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষক অখিল।
এ বিষয়ে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের (০১৭৯৯৪৪৪৮৮৮) নাম্বারে কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আন্দোলনের বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। সেগুলোর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।