২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামশেদ আলমকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা 




মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামশেদ আলমকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুন ১৬ ২০২৩, ০০:০৭ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলমকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষক- শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) ঐতিহ্যবাহী মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ফুল দিয়ে বরণ এবং মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক সদস্য বৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা জামশেদ আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিলো বলে নিন্দা প্রকাশ করে।
মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সভাপতি জামশেদ আলম বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন উল্লেখ্য করে বক্তাগণ বলেন, তিনি প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিটি শিক্ষার্থীর পড়ালেখা অগ্রগতির তদারকি করছেন। সরকারের উপবৃত্তির পাশাপাশি তিনি অসহায় পরিবারের ছেলে মেয়েদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে স্কুল ইউনিফরম উপহার প্রদান সহ পড়ালেখা চালিয়ে নিতে সহযোগিতা করছেন।  এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেনি কার্যক্রম পরিচালনার বিষয়ে সঠিক তদারকি করার পাশাপাশি শিক্ষকদের সুখে দুঃখে তিনি সার্বিক সহযোগিতা করছেন বলে মতামত ব্যক্ত করেন শিক্ষক বৃন্দ। তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী জামশেদ আলমকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলার আসামি সাজানো হয়েছে অভিযোগ করেন বক্তাগণ এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে জামশেদ আলমের নাম প্রত্যাহার করার দাবি জানান বক্তাগণ।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন চন্দ্র নাথ, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শেখ আনোয়ার করিম, আবদুল হামিদ খান ভাসানী, সহকারী শিক্ষক সাধন চন্দ্র পাল, এনামুল হক, মহিউদ্দিন,  নাছিমা আক্তার, সুফিয়া আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ জুন মোঃ জামশেদ আলম জামিনে মুক্তি লাভ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET