
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে মানবতার কল্যাণে।
শনিবার মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে প্রায় ৪শত শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ আলী খান, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি বজলুল হক। বিশেষ অতিথি মহিলা বিষয়ক উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, শীতার্ত অসহায় মানুষকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম বলেন, সরকার দেশের মানুষের উন্নয়ন প্রথা চিন্তা করেন বলেই, দেশ আজ উন্নয়নের উচ্চ শিখরে এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন যমুনা মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মলিভিয়া পার্লিং, সূচী নারী উন্নয়ণ সংস্থার সভাপতি শাহনাওয়াজ শিউলি, সোনালী মহিলা উন্নয়ণ সংস্থার সভানেত্রী পিংকী বেগম প্রমুখ।