
বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র (২২) নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও একজন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হিমাদ্রি হিমু মোংলা পৌরসভার কর্মকর্তা গৌতম মল্লিকের একমাত্র পুত্র। সে গোপালগঞ্জ পলিটেকনিক কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। আহত হিমুর বন্ধু খাসেরডাঙ্গা এলাকার আশীষ মেম্বারের পুত্র লিজন কুমার হালদার (২০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, হিমু ও লিজন একটি মোটরসাইকেলে মোড়লগঞ্জের লক্ষ্মীখালী এলাকা থেকে মোংলার দিকে আসার সময় ঢালিরখন্ড ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করে এবং লিজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, হিমাদ্রি হিমুর বুকের বাম পাশে বড় ধরনের ক্ষত এবং আঘাত রয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে শোনার পর পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: