রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের বিদ্যাধরপুর মোড়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে মারা গেছেন বলে জানা গেছেন।
এর আগে বুধবার গত ১৯ নভেম্বর দুপুরে মোটরসাইকেল যোগে রাজশাহী হতে লালোইচ গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মৃত আবুল হোসেন।
নিহত আবুল হোসেন (৫০), তিনি মোহনপুর উপজেলার লালোইচ গ্রামের মৃত: কফিতুল্লাহর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর দিয়ে একজন নারী রাস্তা পারাপারের সময় আবুল হোসেনের মোটরসাইকেলের সামনে পড়ে। এসময় তিনি ওই নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় আহত অবস্থায় আবুলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা তিনি।
এর আগে বুধবার গত ১৯ নভেম্বর দুপুরে মোটরসাইকেল যোগে রাজশাহী হতে লালোইচ গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মৃত আবুল হোসেন।
নিহত আবুল হোসেন (৫০), তিনি মোহনপুর উপজেলার লালোইচ গ্রামের মৃত: কফিতুল্লাহর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর দিয়ে একজন নারী রাস্তা পারাপারের সময় আবুল হোসেনের মোটরসাইকেলের সামনে পড়ে। এসময় তিনি ওই নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথা-সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় আহত অবস্থায় আবুলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা তিনি।
Please follow and like us: